ন্যাশের গবেষণা প্রসঙ্গে আরো কিছু কথা, অবশ্য এবারের বিষয় জন ন্যাশ নিজে নন – ন্যাশের কাজকে ভিত্তি করে বাকি যাঁরা করে চলেছেন গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় গবেষণা তাঁদের নিয়েই এবারের ব্লগ পোস্ট।
প্রবন্ধটি বেরিয়েছে ‘আরেক রকম’ পত্রিকার সাম্প্রতিক সংখ্যায়, সাড়ে বত্রিশ ভাজার পাঠকদের জন্য এখানে তুলে দেওয়া হল স্ক্যানড ফাইল।
(জন ন্যাশের স্থিরচিত্র উৎস – গুগল ইমেজেস)