সাড়ে বত্রিশ ভাজা (ইংলিশে saRey botrish bhaja ধরণের কিছু টাইপ করতে হবে বোধ হয়) একটি বাংলা ব্লগ, এখানে ব্যক্তিগত ভালো লাগার বিষয়গুলি নিয়ে আড্ডা জমানোর মতন কিছু কিছু লিখে ফেলি । মাঝে সাঝে অবশ্য কিছু ফিকশন-ও পেয়ে যাবেন – এই মুহূর্তে ব্লগে দুটি ফিকশন সিরিজ চলছে। প্রথমটির নাম ‘পরিচয়পর্ব’- বিখ্যাত বাংলা পত্রিকা ‘পরিচয়’য়ের সদস্য এবং শুভার্থীরা মাঝে সাঝেই আড্ডায় বসতেন, হেন টপিক ছিল না যা নিয়ে নরক গুলজার হয়ে ওঠেনি, সেই আড্ডাকেই বাংলা ফিকশনে নিয়ে আসা এই সিরিজের প্রধান উদ্দেশ্য। সাড়ে বত্রিশ ভাজা ব্লগে পরিচয়ের এই আড্ডার মধ্যমণি বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বোস, যিনি সত্যিই পরিচয়ের আড্ডায় প্রায় রেগুলার মেম্বার ছিলেন। এখানে অবশ্য বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথকে খুঁজতে গেলে একটু হতাশ হতে হবে, আড্ডাবাজ সত্যেন বোসই আসর জমিয়ে রেখেছেন।
দ্বিতীয় সিরিজটির নাম ‘ফ্রয়েড কেসফাইলস’, সিগমন্ড ফ্রয়েডের সাড়া জাগানো কেসগুলির ফিকশনালইজড অ্যাকাউন্ট।
এ ছাড়াও উত্তমকুমার, এটিমোলজি, দেশ বিদেশের খাবার এবং তুরস্ক (কারণ বর্তমান বাসস্থান ইস্তানবুল) নিয়ে ব্লগপোস্টের আধিক্য দেখতে পারেন।
আর আমার নাম প্রবীরেন্দ্র (Prabirendra)। সাড়ে বত্রিশ ভাজার পাতায় আপনাদের সঙ্গে আড্ডার জন্য মুখিয়ে রইলাম।
বেশ মচৎকার জিনিস বানিয়েছ, মুচমুচে মুখরোচক হচ্ছে। 🙂
LikeLike
তুরস্ক তো মোহিত করে রাখছে ।
LikeLike
This is name of Sukumar Roy’s magazine
LikeLike