ফিদেল, বারাক এবং বর্ণবাদের উত্তরাধিকার

Fidel-Castro-vs-Barack-Obama

অশোক মিত্র সম্পাদিত ‘আরেক রকম’ পত্রিকায় সম্প্রতি একটি প্রবন্ধ লিখেছিলাম, মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার ঐতিহাসিক হাভানা সফর উপলক্ষ্যে। বিষয়টি গুরুত্বপূর্ণ, আরো আলোচনার অবকাশ রাখে, সেই ভেবেই ব্লগে তুলে দিলাম লেখাটি। সাড়ে বত্রিশ ভাজার পাঠকদের মতামত এবং আলোচনা পেলে বড়ই ভালো লাগবে। ধন্যবাদ প্রাপ্য বন্ধু এবং আনন্দবাজার পত্রিকার  সাংবাদিক অমিতাভ গুপ্তকে, ওর উৎসাহ ছাড়া লেখাটি হয়ত আদৌ লিখে উঠতে পারতাম না । আরেক বন্ধু, অর্থনীতিবিদ শুভনীল চৌধুরীকেও ধন্যবাদ লেখাটি সযত্নে স্ক্যান করে পাঠানোর জন্য।

(ফিদেল কাস্ত্রো এবং বারাক ওবামার স্থিরচিত্র উৎস – Google images)

1

2

3