ভয়ের নাম গলগাথা

Tagbag

 

 

তিনশ বছর আগে শহর কলকাতা বিধ্বংসী ভূমিকম্পে ডুবে গেছিল মাটির নিচে; অবশ্য সে দূষিত শহরকে কলকাতা বলে আর কেউ ডাকত না, ডাকত গলগাথা নামে, আদি ওলন্দাজ ভাষায় যার আক্ষরিক অর্থ মৃত্যুপুরী। সেই ধবংসস্তুপ গলগাথার কাছাকাছিই এক ক্ষেতে আটকে পড়েছে টুপ আর টুং, দুই ভাই বোন, সঙ্গে টুপের বন্ধু সুহেল – ওরা জানে কালো ধুলোর মারণঝড় দিন দিন বেড়েই চলবে, এ প্রলয়ের হাত থেকে বাঁচার আর কোনো রাস্তাই নেই। মৃত্যুর সামনাসামনি দাঁড়িয়ে সুহেল টুপকে জানায় হয়ত ধ্বংসস্তুপ গলগাথার নিচেই আছে বাঁচার আশ্রয়, শোনা যায় অতি সঙ্গোপনে কারা যেন সেখানেই গড়ে তুলেছে কৃত্রিম শহর কলকাতা। কিন্তু সে শহর শুধু উচ্চকোটি মানুষের জন্য। টুপ আর টুং কি পারবে সে শহরে ঢুকতে?  

গত পুজোয় ছোটোদের পত্রিকা ‘টগবগ’ এ প্রকাশিত হয়েছিল কল্পবিজ্ঞানের গল্প ‘ভয়ের নাম গলগাথা’। সাড়ে বত্রিশ ভাজার পাঠকদের জন্য সেই লেখাটি তুলে দিলাম। লেখার ওপরে মতামত পেলে তো নিশ্চয় ভালো লাগবে কিন্তু তার থেকেও জরুরী মূল বিষয়টি নিয়ে কিছু আলোচনার, বন্ধুদের সঙ্গে সেই আলোচনা করার জন্য সোৎসাহে অপেক্ষা করব।

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s