সাড়ে বত্রিশ ভাজায় নতুন পোস্ট শীঘ্রই আসছে কিন্তু তার আগে একটা ভালো খবর পাঠক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই।
সাড়ে বত্রিশ ভাজা ব্লগের কিছু বাছাই করা ব্লগপোস্টের সঙ্কলন এই বইমেলায় সৃষ্টিসুখ প্রকাশনী থেকে বই হয়ে বেরোচ্ছে, নাম ‘Byte বিলাস’। বেরোচ্ছে আরো একটি বই, ফেসবুকের একটি গ্রুপে গত চার বছর ধরে বাংলা এবং বাঙ্গালীদের নিয়ে অসংখ্য ক্যুইজের প্রশ্ন রেখেছিলাম – ‘ক্যুইজ্ঝটিকা’ তে পাওয়া যাবে সেই সব প্রশ্ন, উত্তর এবং বিশেষ টীকা-টিপ্পুনি।
কলকাতা বইমেলায় ঘুরতে এলে একবার স্টল নম্বর ৪৫৭-য় ঘুরে যেতে ভুলবেন না; ওখানেই থাকবেন সৃষ্টিসুখের প্রকাশক রোহন কুদ্দুস, ‘Byte বিলাস’, ‘ক্যুইজ্ঝটিকা’ এবং আরো অনেক অনেক বই নিয়ে।
প্রবাসী বন্ধুদের জন্য বইমেলার পর পরেই দুটি বই-ই অনলাইনে পাওয়া যাবে, ‘সাড়ে বত্রিশ ভাজা’তেই পেয়ে যাবেন সে সম্পর্কিত বিশদ খবর।
সাড়ে বত্রিশ ভাজার সমস্ত পাঠক ও শুভান্যুধায়ীদের জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
অসাধারণ!!
আমার মতন Byte-বিলাসীর জন্য এটা একটা দুর্দান্ত খবর। অনেক শুভেচ্ছা রইলো। 🙂
সেইসঙ্গে নতুন বছরে নতুন লেখার জন্য একটা আবদারও পেশ করে দিলাম। 🙂
LikeLike
duronto, durdhyshyo and ashadharon… onek onek shubhecha roilo…
LikeLike
Abhinandan ebong shubhechchha!
LikeLike
অরিজিত, সায়ন, তথাগত – অনেক ধন্যবাদ এবং ভালোবাসা; আপনাদের মতন নিয়মিত পাঠকদের জন্যই এ’ সামান্য লেখালেখি।
অরিজিত – খুব শীঘ্রই লেখা আসছে, সেমিস্টারের শেষটায় বড় ব্যাস্ততা যাচ্ছিল।
LikeLike
দারুন খবর প্রবীরদা।অনলাইন কবে ও কোথায় পাব জানিও।
LikeLike